বাগমা শাল বাগানে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর বাগমা ফরেস্ট বিট অফিস সংলগ্ন দিঘীর দক্ষিণ পার শাল বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এলাকার মহিলার বাগানে শুকনো লাকড়ি কুড়াতে গিয়ে গাছের ডালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।ততক্ষনাত বাগমা পুলিশ ফাঁড়িতে খবর দেন। মৃত যুবকের নাম সেপাল সোম।বাবার নাম হরলাল সোম। বাড়ি বাগমা সমতল পারা এলাকায়। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠায়।মৃত সেপাল সোমের ১৭ বৎসরের একটি ছেলে আছে।কি কারণে এই আম্তহত্যা পুলিশ ঘটনার তদন্ত করছেন। হত্যা না আম্তহত্যা পুলিশী তদন্তের মাধ্যমে বেড়িয়ে আসবে।