This news has no attached video clip.

কল সেন্টারের আড়ালে ব্যাংক একাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করেছিল ৩জন যুবকের বিরুদ্ধে

Friday, December 20, 2024
Total Views: 131

কল সেন্টারের আড়ালে ব্যাংক একাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করেছিল ৩জন যুবকের বিরুদ্ধে। আর এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ মেলে। তারপর সেই অভিযোগের জেরে উদয়পুর মাতাবাড়ি একটি হোটেল থেকে গোপন সন্ধানের মাধ্যমে ৩ জনকে গ্রেফতার করল রাধা কিশোর পুর থানার পুলিশ। আন্তর্জাতিক এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বড় সাফল্য মিলেছে। গতকাল রাতে সাংবাদিক মুখোমুখি হয়ে গোটা অপারেশনের কথা জানালেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। প্রবীণ নাগরিকদের ছক করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সাফাই করে তারা। এই সাইবার জালিয়াতির পর্দাফাঁস করে রাধা কিশোর পুর থানা পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম হেনরি লালফোমকিমা (২৯),দিজা মনি মলসুম (৪৫),সম্রাট মলসুম (২৭) উদয়পুর মহকুমাধীন কিল্লা তেনতাই বাড়ি। ধৃত ব্যক্তিদের শুক্রবার আদালতে পেশ করা হয়। অন্যদিকে পুলিশ জানিয়েছেন, চলতি মাসে অজানা নাম্বার থেকে কল করে তিনটি ব্যাংক একাউন্ট হ্যাক করে নিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। এই অ্যাকাউন্ট গুলির সাথে এই তিনজন যুবক জড়িত রয়েছে কিনা তাও নিয়ে তদন্ত শুরু করছেন রাধা কিশোর পুর থানার পুলিশ।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.