আমবাসা পুলিশ না কা চেকিং পয়েন্টে আটক বিদেশি সিগারেট। আজ আমবাসা থানার পুলিশ এবং বিএসএফ এর সহযোগিতায় বার্মিজ সিগারেট আটক করা হয়। ২৭০ বান্ডিল সিগারেট আটক করতে সক্ষম হয় পুলিশ। AS 01 JC 0385 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়ি করে অবৈধ বিদেশী সিগারেটের বান্ডিল গুলি বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। কাস্টম অফিসার জানিয়েছেন কাস্টমকে ফাঁকি দিয়ে ধর্মনগর থেকে গন্ডাছড়া হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই এই বিদেশী সিগারেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। কাস্টম অফিসার জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে উনারা আমবাসা থানা ও বিএসএফ এর সহযোগিতায় আমবাসা ঢাকা চেকিং পয়েন্টে গাড়িটিকে আটক করে। এবং গাড়িতে তলাচি চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করে পুলিশ। কাস্টম অফিসার জানিয়েছেন গাড়িটি আলু পেঁয়াজ বহন করে নিয়ে যাচ্ছিল এবং আলু পেঁয়াজের নিচে সিগারেটের প্যাকেট গুলি লুকানো ছিল। এই অভিযানে পুলিশ অবৈধ সিগারেট সহ গাড়ি এবং গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। কাস্টম অফিসার জানিয়েছেন আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।