জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ২৬৩ নম্বর মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রাম অঞ্চলের কুসুমগ্রাম ৮১ নম্বর, ৮২ নম্বর , ৮৭ নম্বর, ৮৮ নম্বর বুথের সকাল থেকে ভোটারদের লম্বা লাইন, সেন্ট্রাল বাহিনী, মোতায়েনে ভোট চলছে শান্তিপূর্ণ, ও সুষ্ঠুভাবে। সকাল নটা পর্যন্ত, ৮৭ নম্বর বুথে ভোট পড়েছে ৩১ পার্সেন্ট, ৮২, ও ৮৮ নম্বর বুথে ভোট পড়েছে ২২ পার্সেন্ট, 25%, ভোট দিতে আসা ভোটাররা ও ৮১ নম্বর, ও ৮২ নম্বর বুথের বিজেপি এজেন্টরা আমাদের কি জানালেন দেখুন।