ভোটের সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের নানা বুথে। কিছুক্ষণ আগেই গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথের সামনে তুমুল হই হট্টগোল বেঁধেছিল। এক ভুয়ো এজেন্টকে কলার ধরে হিড়হিড় করে টেনে বাইরে আনতে দেখা যায় সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে।এবার জঙ্গিপুরের একটি বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতাকে। বুথের বাইরে ভোটারদের সামনেই হাতাহাতি, মারামারিতে জড়ালেন দু'জন। ভোটের সকালে এমনই ঘটনা ঘটল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির একটি বুথে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তুলেছিল তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মী-সমর্থকরাই। এই নিয়ে অশান্তি তৈরি হচ্ছিল সকাল থেকেই। তারপরেই বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা। তুমুল মারামারি শুরু হয় ভোটকেন্দ্রের বাইরে।তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল। অন্যদিকে বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল নেতা ভোটগ্রহণ কেন্দ্রে পুলিশের সঙ্গে খোশগল্প জুড়েছিল। অভিযোগ, পাল্টা অভিযোগের পরেই ধাক্কাধাক্কি, মারামারি শুরু হয়ে যায়। ভোটাররা লাইন ছেড়ে বেরিয়ে দুজনের হাতাহাতি দেখতে থাকতে। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল নেতার অভিযোগ, তাঁর গায়ে হাত তোলা হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দাবি করেছেন, বুথের ১০০ মিটারের মধ্যে অশান্তি তৈরি করছে তৃণমূল।