খাজুরাহো, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ বছর ভারতের উন্নয়ন, দরিদ্রদের কল্যাণের জন্য নিবেদিত ছিল। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রটি অমিত শাহ। তিনি বলেছেন, ভারতকে সুরক্ষিত রাখতে, সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে ছিল মোদীজির ১০ বছর। অমিত শাহ বলেছেন, আমরা লোকসভা এবং বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দিয়ে মহিলাদের সম্মান প্রদান করেছি। মোদীজির ১০ বছরে অনেক উন্নয়ন কাজ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মধ্যপ্রদেশের খাজুরাহিতে ‘বুথ সমিতি সম্মেলনে’ বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “বিজয়ের অঙ্গীকার নিয়েই এই সম্মেলন। এটি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ১৮-তম লোকসভায় ৪০০টিরও বেশি আসন নিয়ে বিজয়ের অঙ্গীকার।” বিগত ১০ বছরে মোদী সরকার কী কী প্রতিশ্রুতি পূরণ করেছে, তা তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেছেন, “মোদীজির ১০ বছরে আমরা আমাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি…আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা পূরণ করেছি। আমরা বলেছিলাম জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো হবে…আমরা তা সম্পন্ন করেছি। আমরা সেনা কর্মীদের ‘এক পদ, এক পেনশন’ প্রতিশ্রুতি দিয়েছিলাম … আমরা তা পূরণ করেছি। আমরা তিন তালাক থেকে মুসলিম মহিলাদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা একটি আইন এনে তা পূরণ করেছি। একইভাবে, আমরা প্রতিটি বাড়িতে জল সরবরাহ, দরিদ্রদের আবাসন প্রদান, ধোঁয়া থেকে নারীদের মুক্তির মতো সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি।