তেলিয়ামুড়া প্রতিনিধি :- ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ে পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রকারের সামাজিক এবং প্রাসঙ্গিক কর্মসূচি আয়োজিত হয়ে চলেছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়াতে এক ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হয়। এই টুর্নামেন্টের দুই সেরা দল হিসেবে তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাব এবং তেলিয়ামুড়া পুলিশ স্টেশন মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় তেলিয়ামুড়া পুলিশ স্টেশন মহকুমা প্রেসক্লাবকে ২ - ১ সেট এ পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই পর্বে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ, সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী, তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা আয়োজন সম্পর্কে রাজীব দেবনাথ দাবী করেন পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের এই আয়োজন। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন শ্রী দেবনাথ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকের এই ভলিবল প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়।