সংযুক্ত আরব আমিরশাহীর মতো মুসলিম দেশে তৈরি হয়েছে সর্ববৃহৎ হিন্দু মন্দির। আবু ধাবিতে সেই মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের মতো এই উপাসনালয়ের অন্দরসজ্জাতেও খোদাই করা হয়েছে পুরাণ এবং নানা হিন্দু গাঁথার নকশা। এই মন্দির নির্মাণ করেছে BAPS সংস্থা।