কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ইডেন গার্ডেনে রঞ্জি ট্রফি ম্যাচে বাংলা বিহারের মুখোমুখি হয়েছে শুক্রবার। ইডেন গার্ডেন্সের ঘাসে ভরা পিচে সুরজ সিন্ধু জসওয়াল ও মুকেশের দাপটে মাত্র ৯৫ রানেই গুটিয়ে গেছে বিহারের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলা ২ উইকেটে ১১১ রান তুলেছে। ক্রিজে রয়েছেন অভিমন্যু ইশ্বরণ (৪৮*) ও অনুষ্টুপ মজুমদার (১৩*)। মুকেশ ১৮ রানে ৪ ও সুরজ ৪৭ রানে ৪ উইকেট নেন। এই ম্যাচই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির প্রথম শ্রেণির কেরিয়ারের শেষ ম্যাচ।