আগরতলা ৩ আগস্ট ২০২৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ।রোগ নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করে তোলার কাজ চলছে ।জিবি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ওয়ার্ল্ড খোলা হয়েছে ।চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ মজুদ রয়েছে ।আজ বিকেলে জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডঃ সুপ্রিয় মল্লিক ।সাংবাদিক সম্মেলনে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক গণও উপস্থিত ছিলেন ও আলোচনা করেন । সাংবাদিক সম্মেলনে জানানো হয় এডিস মশার মাধ্যমে ভাইরাস ঘটিত এই রোগটি ছড়িয়ে পড়ে ।রোগ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সব থেকে বেশি প্রয়োজন ।লেডিস মশা মূলত বাড়ি-ঘরে ও আশেপাশে জমা জলে বংশ বৃদ্ধি করে ।স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম ইতিমধ্যে ধনপুরের বিভিন্ন এলাকা সফর করেছেন ।তারা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বাড়ি পরিদর্শন করেছেন ।বাড়িতে জমা জল যেন না থাকে সে বিষয়ে সচেতন হতে প্রতিনিধি দল সবাইকে পরামর্শ দিয়েছেন ।ডেঙ্গু আক্রান্ত হলে প্রথমে রোগী প্রবল জ্বরে আক্রান্ত হবেন ।সঙ্গে চোখের পেছনদিকে ব্যথা হবে ।মাথা ব্যথা ও সারা শরীরে প্রচন্ড ব্যথা হবে ।চিকিৎসক গণ জানান,বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপ দেখা দিয়েছে তা নিরাময় যোগ্য ।এর জন্য জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে । চিকিৎসকগণ জানান,২১ জুলাই থেকে ধনপুর এলাকায় নিয়মিত স্বাস্থ্য শিবির করা হচ্ছে ।আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক অনার্স নিযুক্ত করা হচ্ছে ।কীটনাশক ছড়ানোর কাজ চলছে ।মশার বংশবৃদ্ধি রোধ করতে বাড়ি বাড়ি পরিদর্শনের কাজ চলছে ।এজন্য বিভিন্ন স্কুলে এনএসএস ইউনিটকে নিযুক্ত করা হয়েছে ।ইতিমধ্যে ধনপুরের বিভিন্ন স্কুলে জীবাণুনাশক ছড়ানোর কাজ শেষ হয়েছে ।সাধারণ জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার করা হচ্ছে । শ্রীমন্তপুর ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরো কঠোর করা হয়েছে ।ডেঙ্গুর পর্যবেক্ষণের জন্য আগরতলা আখাউড়া,শ্রীরামপুর এবং অন্যান্য স্থলবন্দরে মেডিকেল টিম রাখা হয়েছে ।চিকিৎসকগণ জানান,বর্তমানে জিবি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ জন ভর্তি আছেন ।আজ একজন ভর্তি হয়েছেন ।ইতিমধ্যে সিপাহীজলা জেলায় ১৫৮ জন মোহনপুর ও কাঞ্চনমালা এলাকায় ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ।ডেঙ্গু যেন ছড়িয়ে না পড়ে তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে ।