This news has no attached video clip.

ত্রিপুরা জুটমির শ্রমিক কর্মচারী যৌথ আন্দোলন কমিটি

Sunday, November 06, 2022
Total Views: 522

ত্রিপুরা জুটমির শ্রমিক কর্মচারী যৌথ আন্দোলন কমিটি প্রেস নোট : আপনারা সকলে অবগত আছেন যে ত্রিপুরা জুট মিল লিমিটেডের কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীবৃন্দ এবং মৃত কস্মির পরিবারবর্গ দিদি সম্মতভাবে আদালতের সম্মানিত বিচারপতিদের প্রদত্ত রায়ের ভিত্তিতে আইনগত অধিকারে প্রাপ্য বেতন ভাতা দি পদ্মা অদ্যাবধি মিটিয়ে দেওয়া হয়নি । এই সুদীর্ঘ বঞ্চনা সমাধানের উদ্দেশ্যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সাংসদ বিধায়ক বিধায়িকা কথা সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনিক স্তরে আবেদন নিবেদন এবং আরব লিপি সহযোগে বিনম্র অনুরোধ জানিয়েছি । তথাপি রাজ্যের মন্ত্রিসভা বিধানসভা এবং সংকৃষ্ট প্রশাসনিক কোন স্তরেই এখন পর্যন্ত আমাদের এই বঞ্চনা নিরসনের বিষয়টি সুবিবেচনার নজরে আসেনি । আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু হল :- ত্রিপুরা জুট মিলস লিমিটেডের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দ এবং মৃত কশমির পরিবারবর্গ আমাদের সঠিক বা উচিত বেতনভাতাদি না পেয়ে দীর্ঘ বঞ্চনার মধ্য দিয়ে দিনপাত করে চলেছে । এই বিষয়ে আদালতের সম্মানিত বিচারপতিগণ পৃথক পৃথক মামলা যথা - ক) গৌহাটি উচ্চ আদালতের 74/ 2003নং খ) ভারতের সর্ব উচ্চ আদালতের SLP(C)20837 OF2011 নং গ) ত্রিপুরার উচ্চ আদালতের(3টি): -নং WP(C)510, নংWP (C)525 ও নং WP (C)785 এবং ঘ) ইত বসরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলিয়ে5/7টি মামলার সুনির্দিষ্ট রায় গুলিকে উপেক্ষা করে বর্তমান রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট দপ্তরসমূহ মিলে এইসব রায়ের বিরুদ্ধে, ত্রিপুরা হাই কোর্টে আপিল মামলা নং WA/72, নং WA/73 ও নংWA/74, এর মাধ্যমে উক্ত বিধি সম্মত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার প্রয়াসে ব্যর্থ হয়েছেন । সব কয়টি মামলায় আমাদের বেতন ভাতা গ্র্যাচুইটি ছুটি বিক্রির নগদ অর্থ পি এফের কর্তনকৃত প্রদেয় অর্থ ইত্যাদি এ রাজ্যের অন্যান্য PSU কর্মচারীদের ন্যায় 1/1/1996 ইং তারিখের ভিত্তিতে প্রদান করার জন্য আদালতের মাননীয় বিচারপতিগণ সুনির্দিষ্ট ভাবে রায় দান করেছেন । এতদ ব্যতীত গত ১৬ই মে ২০১৭ইং তারিখে অনুষ্ঠিত ত্রিপুরা জুটমিলস লিমিটেডের ২০৮ নংBOD সভায় ওইভাবেই বেতন ভাতাদি দানের জন্য সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত করার মাধ্যমে তার সুপারিশ রাজ্য সরকারের নিকট পেশ করেছেন । এতদ সত্বেও তদানীন্তন সরকার জুটমিল অফিসারদেরকে সেই রায় মোতাবেক বেতন-ভাতা মিটিয়ে দিয়েছেন বটে আমাদের ক্ষেত্রে তার কোন সূরাহা করেনি । ইতবসরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলিয়ে 5/7 টি মামলার সুনির্দিষ্ট রায় গুলিকে উপেক্ষা করে রাজ্যের বর্তমান সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর সমূহ মিলে সেই রাই এর বিরুদ্ধে, ত্রিপুরা হাইকোর্টে আপিল করার মাধ্যমে উক্ত বিধি সম্মত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার প্রয়াসে ব্যর্থ হয়েছেন । তাই আমরা আমাদের এই দুশো দীর্ঘ বঞ্চনা নিরসনে উক্ত আদালত সমূহের সম্মানিত বিচারপতিদের প্রদত্ত রায়ের প্রতি যথাযজ্ঞ সম্মানপূর্বক সদর্থক সুরাহার ভূমিকা গ্রহণ করার জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের উদ্দেশ্যে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে আগামী ১৮ ই নভেম্বর ২০২২ইং দুপুর ১ ঘটিকা হইতে তিন ঘন্টার গণধর্মা আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছি । এই গণআন্দোলন থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্য সচিব মহোদয়ের নিকট ডেপুটেশন ও সাক্ষাতে স্মারকলিপি হস্তান্তরের মাধ্যমে জানান দিতে চাই যে- আদালতের মাননীয় বিচারপতি গনের নির্দেশ অনুযায়ী রাজ্যের অন্যান্য PSU কর্মচারীদের ন্যায় 1/1/1996 ইং তারিখের ভিত্তিতে আইনি অধিকার এ প্রাপ্য বেতন ভাতা দি অবিলম্বে মিটিয়ে দাও । আপনার সংবাদ মাধ্যমে পরিবাসনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি । ইতি অভিনন্দন সহ শ্রীযুক্ত ধনমনি সিংহ কনভেনর যৌথ কমিটি













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.