ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করার বিষয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কথা হল মোদীর | বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ আলোচনা হয় এই দুই নেতার। মূলত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয়েছে দু'জনের। । আলোচনার পর টুইটে সে কথা জানিয়েছেন দু'দেশের প্রধানমন্ত্রীই। ঋষি সুনক প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশার আলো দেখছে নয়াদিল্লি। ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী হওয়ার পর এই চুক্তির কাজ ফেলে রাখতে চাইছেন না সুনকও। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর টুইটারে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন নমো। এবার কথা হল দু'জনের। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, "ঋষি সুনকের সঙ্গে কথা বলে খুবই আনন্দিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানালাম। আমরা দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করব। মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পূর্ণ করার গুরুত্বের বিষয়েও আমরা এক মত হয়েছি।" এবার দীপাবলির আগেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সেরে ফেলার বিষয়ে এর আগে আগ্রহ প্রকাশ করেছিল ব্রিটেন। তবে, একের পর এক প্রধানমন্ত্রীর ইস্তফার জেরে সেই উদ্যোগ পিছিয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথার পর টুইটে ধন্যবাদ জানাতে ভোলেননি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা। টুইটে ঋষি সুনক লিখেছেন, "আমার নতুন ভূমিকার শুরুতে বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। ভারত এবং ব্রিটেন বহু বিষয়ে অংশীদার। নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব আরও বাড়াতে আমাদের দুই মহান গণতন্ত্র আগমী বছরগুলিতে কী সাফল্য অর্জন করতে পারে, তা নিয়ে আমি উৎসাহিত।"