ভারতের নতুন ৫ টি জলাভূমি পেল রামসার সাইটের মর্যাদা। গত ২৬ শে জুলাই, ২০২২ তারিখে এই ৫ টি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। নতুন এই ৫ টি রামসার সাইটের মধ্যে তামিলনাড়ুর ৩ টি, মধ্যপ্রদেশের ১ টি এবং মিজোরামের ১ টি জলাভূমি রয়েছে। নতুন ৫ টি রামসার সাইট যুক্ত হওয়ার ফলে, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা পৌঁছে গেল ৫৪-তে, যা আগে ছিল ৪৯। ভারতের নতুন এই ৫ টি রামসার সাইট হল : (১) কারিকিলি পক্ষী অভয়ারণ্য : তামিলনাড়ুর কাঞ্চীপুরম জেলাতে অবস্থিত, আয়তন ০.৬১ বর্গকিমি। এখানে প্রায় ১০০ প্রজাতির পাখি রয়েছে, যাদের অধিকাংশই জলচর পাখি। এছাড়া এখানে অনেক প্রজাতির পরিযায়ী পাখিও দেখা যায়। এখানে জংলি বিড়াল, শিয়াল, অজগর, বিভিন্ন প্রকার ব্যাঙ প্রভৃতি জীবজন্তু রয়েছে। (২) পল্লীকরনাই জলাভূমি সংরক্ষিত অরণ্য : তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহরে অবস্থিত, আয়তন ৮০ বর্গকিমি। এটি চেন্নাই শহরের একমাত্র বিদ্যমান প্রাকৃতিক জলজ বাস্তুতন্ত্র। এখানে ১১৪ প্রজাতির উদ্ভিদ, ১১৫ প্রজাতির পাখি, ১০ প্রজাতির স্তন্যপায়ী, ২১ প্রজাতির সরীসৃপ, ১০ প্রজাতির উভচর, ৪৬ প্রজাতির মাছ রয়েছে। (৩) পিচাভরম ম্যানগ্রোভ : তামিলনাড়ুর কুড্ডালোর জেলাতে অবস্থিত, আয়তন ১১ বর্গকিমি। ICMAMPD-চেন্নাইয়ের তথ্যমতে, এই ম্যানগ্রোভ অরণ্যে ১৪ প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ, ১৫ প্রজাতির মাছ, ৫৭ প্রজাতির পাখি রয়েছে। (৪) পালা জলাভূমি : মিজোরামে সিয়াহা জেলাতে অবস্থিত, আয়তন ১৮.৫ বর্গকিমি। এটি মিজোরামের বৃহত্তম প্রাকৃতিক জলাভূমি এবং এই জলাভূমি মারা উপজাতি গোষ্ঠীর নিকট বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে ২২৭ প্রজাতির উদ্ভিদ, ৭ প্রজাতির স্তন্যপায়ী, ২২২ প্রজাতির পাখি, ২১ প্রজাতির সরীসৃপ, ১১ প্রজাতির উভচর, ৩ প্রজাতির মাছ রয়েছে। (৫) সাংখ্য সাগর : মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানের অন্তর্গত, শিবপুরী জেলাতে অবস্থিত, আয়তন ২.৪৮ বর্গকিমি। এটি একটি মানবনির্মিত জলাধার। এখানে ৭৩ প্রজাতির পাখি, ১৯ প্রজাতির স্তন্যপায়ী, ১৯ প্রজাতির মাছ রয়েছে। তথ্যসূত্রঃ- India Today ; East Mojo ; Ramsar Site ; The Hindu