অনাবৃষ্টিতে চাষ হচ্ছে না আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল l বাংলা ঋতুচক্র অনুসারে এমনই ছোটবেলা থেকে পড়ে আসছি জেনে আসছি 74 বয়স পর্যন্ত l কিন্তু বর্তমানে বা অনেক বছর পর্যন্ত প্রকৃতি-পরিবেশ অনেক পাল্টে গেছে l গ্লোবাল ওয়ার্মিং তথা বিশ্ব উন্নয়নের ছোঁয়ায় বৃষ্টিপাত অনেক কমে গেছে রোদের তাপমাত্রা বেড়ে গেছে বা বেড়েই চলছে l অসহনীয় গরম অসহ্য করে তুলেছে মানব জীবন l পৃথিবীর কোথাও কোথাও দেশের অনেক প্রান্তে বৃষ্টি হচ্ছে ,বন্যা হচ্ছে কিন্তু বেশিরভাগ প্রান্ত মরুভূমির রূপ নিয়েছে l প্রকৃতির এই বিরূপতার মূল কারণ নাকি আকছার বা ব্যাপকহারে বন ধ্বংস l বিশ্বজুড়ে বৃক্ষনিধন তথা বন ধ্বংস করে চলছে একশ্রেণীর লোভী স্বার্থন্বেষী মানুষ ফলস্বরূপ বাড়ছে উষ্ণায়ন l বরফের পাহাড় গলছে l সমুদ্রের তলদেশে বাড়ছে, অনেক ভূপৃষ্ঠ তলিয়ে যাবে সমুদ্রের গর্বে আশঙ্কা করছেন পরিবেশবিদরা l ভূগর্ভে ফুরিয়ে যাবে জল, জল স্থর আগের তুলনায় অনেক নেমে গেছে পানীয় জলের সংকট ক্রমান্বয়ে এগিয়ে আসছে l জলের অপচয় রোধ করতে এবং জল বাঁচানোর স্লোগান উঠেছে কারণ বিপদ এগিয়ে আসছে l পৃথিবী ধ্বংসের মূল কারণ প্রকৃতি রোষানল যায় এক কথায় মান্য মেইড l আমাদের ত্রিপুরা রাজ্যের বন দস্যুদের তান্ডব এবং ফাঁকা হয়ে গেছে l বনজ সম্পদ লুণ্ঠনকারীরা কালে কালে রাজনীতির আশ্রয়-প্রশ্রয় ফুলে-ফেঁপে ওঠে l একশ্রেণীর বনকর্মীরা বনদস্যুদের সহযোগী অর্থাৎ বেড়া বেড়া ও খ্যাত খায় অবস্থা l কিন্তু এরা আত্ন স্বার্থে প্রকৃতির বারোটা বাজাচ্ছে বন ধ্বংস করে l আষাঢ় মাস চাষার আশ l কিন্তু অনাবৃষ্টিতে চাষ হচ্ছে না l রোদে পুড়ে খা খা করছে আবাদি জমি l জল সেচের ব্যবস্থা অপ্রতুল l জলের অভাবে মার হয়েছে বোর ফসল- পুনরায় আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির অভাবে মার খেতে বসেছে আমন ফসল l