প্রতিনিধি বিশালগড়: কড়ুইমুড়া রাবার বাগানে মঙ্গলবার ভোরে ফাঁসি দিয়ে আত্মহত্যা 25 বছরের ব্যক্তির, ঘটনাস্থলেই বিশ্রামগঞ্জ থানার পুলিশ। খবরের প্রকাশ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত কড়ুইমুরা এলাকার জহর দেববর্মার ছেলে কিষান দেববর্মা বয়স ২৫, অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে বাড়িতে ঘুমিয়ে ছিলো,মঙ্গলবার ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখতে পায় কিষান দেববর্মা ঘরে নেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন হঠাৎ বাড়ির পাশে একটি রাবার বাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়,পরিবারের লোকেরা চিৎকার শুরু করতে এলাকার সমস্ত জনজাতি পরিবার ছুটে আসে কিষান দেববর্মার বাড়িতে। জনজাতি সমস্ত জনগণ কিষান দেববর্মার বাড়িতে ছুটে এসে দেখতে পায় কিষান দেববর্মা রাবার বাগানে রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় রয়েছে ।এলাকার লোকেরা খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন পাশাপাশি ডোম কে ও খবর দেওয়া হয়। তবে কি কারণে কিষান দেববর্মা ফাঁসিতে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু সে বিষয়ে থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।কিষান দেববর্মার বর্তমানে এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। পরিবারের লোকেরা জানিয়েছেন সাংসারিকভাবে তাদের কোন অশান্তি নেই এক বছরের পুত্র সন্তানকে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করছেন। তবে বর্তমান সময়ে ফাঁসিতে আত্মহত্যা করা যেন লোকেদের একটা রোগের মত হয়ে গিয়েছে। কিষান দেববর্মা এলাকার মধ্যে খুব ভালো ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন। বর্তমানে তার মৃতদেহ রাবার বাগান থেকে নামিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে আসা হয়। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।