বিশ্রামগঞ্জ কড়ুইমুড়া আগরতলা সাব্রুম জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় গাড়ি রাস্তা থেকে উল্টে গভীর খাদে। অল্পেতে রক্ষা পায় গাড়ীর চালক মঙ্গলবার সকাল দশটায়। খবরে প্রকাশ উদুপুর থেকে TR01AQ2644 নাম্বারে একটি ম্যাজিক গাড়ি উদয়পুর থেকে ছেচুড়ীমাই যাওয়ার পথে বিশ্রামগঞ্জ কড়ুইমুড়া গাড়ির চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে গাড়ি থেকে চালক কৃষ্ণ বিশ্বাসকে উদ্ধার করে। অল্পেতে রক্ষা পায় গাড়ি চালক।