আজ ৮ ই আগস্ট, আন্তর্জাতিক বিড়াল দিবস (International Cat Day / World Cat Day)। প্রতিবছর এই দিনটি বিড়ালদের সুরক্ষা এবং বিড়াল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। ২০০২ সালে সর্বপ্রথম ইন্টারন্যাশানাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (IFAW) এর উদ্যোগে আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়।