পারিবারিক বিবাদকে কেন্দ্র করে একই পরিবারে মারপিট | আক্রমন পালটা আক্রমন| থানায় মামলা | এলাকায় আতঙ্ক | অভিযোগ, শাসকদলের মেম্বারের ছেলে ও ছেলের বউয়ের হাতে আক্রান্ত মেম্বারের ছোট ভাই। ছুরি দিয়ে গলা কেটে প্রাণে মারার চেষ্টা করে মেম্বারের ছেলের বউ | এমনই অভিযোগ। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। আক্রান্ত ফণী বিশ্বাসের অভিযোগ, মেম্বার শশধর বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস এবং তার স্ত্রী প্রতিমা বিশ্বাস তাকে বেধড়ক মারধর করে ছুরি দিয়ে গলায় আঘাত করে প্রাণে মারার চেষ্টা করে। পরবর্তী সময় স্থানীয়রা এসে ফণী বিশ্বাসকে পল্লব বিশ্বাস এবং প্রতিমা বিশ্বাসের হাত থেকে রক্ষা করে। আহত ফণী বিশ্বাস মেম্বার শশধর বিশ্বাসের ছোট ভাই। সম্প্রতি পল্লব বিশ্বাস তার বোনকে বেধড়ক মারধর করার পর প্রতিবাদ জানিয়েছিল তার কাকা ফণী বিশ্বাস। আর এর রেশ কাটাতে ফণী বিশ্বাসকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে এলাকাবাসী বামুটিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানায় যাতে অভিযুক্ত দুজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ অভিযুক্ত পল্লব বিশ্বাসকে গ্রেপ্তার করলেও তার স্ত্রী প্রতিমা বিশ্বাসকে এখনো গ্রেপ্তার করেনি। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি অভিযুক্ত দুজনের বিরুদ্ধে যাতে পুলিশ আইনত কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করে। কারণ তারা প্রতিনিয়ত এলাকাবাসীর সাথে দুর্ব্যবহার করে আসছে। এলাকায় ছুরি নিয়ে ঘোরাফেরা করে পল্লব। কিছুদিন পূর্বে পল্লবের স্ত্রী তার শশুর অর্থাৎ মেম্বারকে দা নিয়ে তাড়া করেছিল এমনকি এমনকি মেম্বারের স্ত্রী তথা পল্লবের মায়ের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত রয়েছে তাদের বিরুদ্ধে। তাই অভিযুক্ত পল্লব এবং প্রতিমা দুজনকে এলাকা থেকে বহিষ্কার করার দাবী জানা এলাকাবাসী।