10323-র আর টি আই ত্রিপুরার মাটিতে 10323 এর দীর্ঘ অনেক বছর যাবত এই সমস্যা ঝুলে আছে l 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল আইন অনুযায়ী যেকোনো ভাবে 10323 শিক্ষক চাকুরী সমাধান করা হবে l কিন্তু এখন পর্যন্ত বিজেপির কথা ও কাজে মিল দেখতে পারছিনা l আজ প্রায় একমাস যাবত সুপ্রিম কোর্ট থেকে গ্রেজুয়েট ও পোস্ট গ্রেজুএট নিজ নিজ নামে সুপ্রিম কোর্ট থেকে আরটিআই কপি হাতে আসার পর সত্তিকারের বাস্তব চিত্র ফুটে এসেছে l অর্থাৎ 10323 সবার সুপ্রিম কোর্ট বাতিল করে নাই l এত বড় ভুল বিগত সরকার শিক্ষা দপ্তর এবং বর্তমান সরকার জেনে এই বিষয়টি চুপ করে রয়েছেন l কিন্তু আইটিআই কপি সুপ্রিম কোর্ট থেকে বাহির হওয়ার পর আসল রহস্য উন্মোচন হয়ে আছে l থাকব ভালো বিগত সরকার ও বর্তমান সরকার ও শিক্ষা দপ্তর যাদের নামে আরটিআই মূলে চাকরি যায় নাই তাদেরকে কোন ধরনের টার্মিনেশন লেটার ও কোন ধরনের কাগজপত্র দেয় নাই l সরকার বুঝতে পেরেছে আরটিআই মূলে যে সুপ্রিমকোর্টে সবার চাকরি যায় নাই এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট রায় আরটিআই প্রতি সম্মান করে কিনা l