This news has no attached video clip.

সৌজন্য! শেখ হাসিনাকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Tuesday, July 19, 2022
Total Views: 501

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister of Bangladesh) শেখ হাসিনার (Sheikh Hasina) জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১০০ প্যাকেটে ত্রিপুরার বিখ্যাত ‘Kew’ বা কুইন জাতের ৭৫০ কেজি আনারস পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধুমাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের জন্য আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারস পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। দুই দেশের সীমানায় বাংলাদেশ সীমান্তে আনারসগুলি গ্রহণ করেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক মনিশ সিং। তাঁর হাতে আনারসগুলি তুলে দেন ত্রিপুরার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দফতরের সহকারী পরিচালক দীপক বৈদ্য ও মনিশ সিং জানান, আনারসগুলি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে। দীপক বৈদ্য বলেন, “আমরা আগেও আনারস পাঠিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য আম পাঠিয়েছেন। আমরা মনে করি এই ফল বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।” জানা গিয়েছে, ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আনারস আগরতলায় এনে প্যাকেট করা হয়। মোট ১০০টি প্যাকেটে করে প্রায় ৭৫০ কেজি আনারস বাংলাদেশে পাঠানো হয়। এর আগে গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আম পাঠানো হয়। বাংলাদেশের তরফে ‘হাড়িভাঙা’ আম পাঠানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকেও। গত বছরেও এই জাতের আম পাঠানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী, অসম, ত্রিপুরা এবং বাংলার মুখ্যমন্ত্রীকেও। উল্লেখ্য ২০১৮ সালে ‘Kew’ জাতের আনারসকে ত্রিপুরার রাজ্য ফল বলে ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই আনারসই পালটা উপহার হিসাবে পাঠানো হয়েছে শেখ হাসিনাকে। ত্রিপুরার আধিকারিকরা জানান, এখন সেখানে জৈব পদ্ধতিতে আনারস ছাড়াও লেবু, কাঁঠাল উৎপাদন করা হচ্ছে। সেই ফল রফতানি করা হচ্ছে বিদেশেও। বিদেশে কদর বাড়ছে ত্রিপুরার আনারসের । চলতি বছরে ৮ হাজার ৮০০ হেক্টর জমিতে প্রায় ১ লাখ ২৮ হাজার টন আনারস উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরার সরকার। সেখানে আনারস উৎপাদন আরও বাড়াতে চাইছে ত্রিপুরা। সেখানে আনারসের উৎপাদন বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। এই কারণে ৬৫ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র সরকার।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.