রাজ্যে যান দুর্ঘটনা কোন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। প্রায় প্রতিনিয়তই রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে আর তাতে অনেক মানুষের হতাহত হচ্ছে। ঠিক একই ভাবে আজ বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সামনে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ একটি ট্রিপার গাড়ি ও একটি ম্যাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাক্স গাড়ির 12 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি স্থানীয়রা প্রথমে প্রত্যক্ষ করতে পেরে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের খবর পাঠায়। খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।এদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি কেউ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে আহত 12 জন যাত্রীদের মধ্যে শ্যামল কর্মকার, ঈশান কর্মকার, মৌসুমী কর্মকার,দেলুয়ার হোসেন, সনজিতা আক্তার এবং মুতালেব হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় এবং বাকি 6 জনের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে।