প্রতিনিধি বিশালগড়: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়ার নাম করে এক লক্ষ সতের হাজার টাকা লুটে নেয় প্রতারক চক্র মঙ্গলবার রাত 9 টায় বিশালগড় থানায় মামলা দায়ের করেন প্রতারিত ব্যক্তি। খবরে প্রকাশ বিশালগড় নদীলাখ এলাকার বাসিন্দা রফিকুল ইসলামকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ থেকে একটি ক্রেডিট কার্ড দেওয়া হয়েছিল কিন্তু রফিকুল ইসলাম সেই ক্রেডিট কার্ড ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করে পড়ে বিশালগড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় গিয়ে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে আধিকারিকদের ক্রেডিট কার্ড বন্ধ করার দেওয়ার জন্য আবেদন পত্র জমা দিয়ে জানিয়েছেন। সে মোতাবেকগত ১৩ই আগস্ট রফিকুল ইসলামের কাছে দিল্লি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কল আসে উনার ক্রেডিট কার্ডে বন্ধ করে দেওয়ার। কিন্তু রফিকুল ইসলাম বুঝতে পারেননি যে কলটা প্রতারকের এসেছে উনাকে বলেছেন যে আপনার মোবাইলে একটা SMS আসবে তখন OTP টা দেবেন সে মোতাবেক রফিকুল ইসলাম OTP দিয়ে দেন ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়ার জন্য মঙ্গলবার সকাল ১১ টায় বিশালগড় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ এ গিয়ে জানতে চান উনার ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট তরফ থেকে ক্রেডিট কার্ড বন্ধ করা হয়েছে কিনা, তখন তিনি দেখতে পান উনার ক্রেডিট কার্ড থেকে এক ১১৭০০০ টাকা লুটে নেই প্রতারক চক্র, যথারীতি মঙ্গলবার রাত 9 টায় উক্ত ঘটনার জন্য বিশালগড় থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। তবে বর্তমান সময়ে এই ক্রেডিট কার্ড মাধ্যমে বহু মানুষ প্রতারিত হচ্ছেন পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে যখন জনসাধারণকে ক্রেডিট কার্ডে দেয়া হয় সে সময়ই গ্রাহকদের সম্পূর্ণ বিষয়ে অবগত করেন না প্রথম অবস্থায় প্রসেসিং ফ্রী যখন দিতে না পারি তখন প্রত্যেক ব্যক্তির কাছ থেকে ক্রেডিট কার্ডের প্রসেসিংফির উপর ২৩% করে লেইট ফ্রী কাটেন তার উপর ১৮ টাকা করে জিএসটি কেটে রাখেন। তাই প্রত্যেক ব্যাংক কর্মীদের উচিত যে সমস্ত গ্রাহকরা ক্রেডিট কার্ড নিচ্ছেন তাদের সমস্ত বিষয়ে অবগত করা। ব্যাংক কর্মীরা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের থাকা ব্যক্তিরা সমস্ত বিষয়ে অবগত থাকেন না, যার ফলে তারা গ্রাহকদের ক্রেডিট কার্ড দিয়ে এক প্রকার মুক্তি পায় ও তাদের যে প্রফিট সেটা পেয়ে যান।