বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক মহিলা। আহত মহিলার নাম সোনালী রায়। ঘটনাটি ঘটে কড়ুইমুড়া এলাকায়। জানা যায় বৃহস্পতিবার সকালে সোনালী রায় নামে ওই মহিলা তার এক সহকর্মীর বাইকে করে নিজ কর্মস্থল তথা অরবিন্দ নগর পোস্ট অফিসে যাচ্ছিল, ঠিক তখন কড়ুইমুড়া এলাকায় আসতেই বাইক থেকে ছিটকে পরে ওই মহিলা। পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখতে পেরে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে আহত মহিলা সোনালী রায়ের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে হাপানিয়া মেডিক্যাল কলেজে রেফার করে।