মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। অভিযোগ উঠল হাসপাতালের চিকিৎসাকর্মী সহ নিরাপত্তার কর্মীর উপর। সোমবার বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এক রোগী। রোগীর নাম মায়া রানী দেবনাথ(৫০) বাড়ি বিশালগড়ের নারাউড়ায়। অভিযোগ দায়ের করা হয় বিশালগড় থানায়।