১৯৬৭ সালের ৮ ই আগস্ট অর্থাৎ আজকের দিনে আসিয়ান (ASEAN) সংস্থাটি স্থাপিত হয়। ASEAN শব্দটির পুরো অর্থ হল -- Association of Southeast Asian Nations। প্রতিষ্ঠাকালে ৫ টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড) এই সংস্থার সদস্য ছিল। বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা ১০ এবং জাকার্তায় এর সদরদপ্তর অবস্থিত।